ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, শান্তির পথ তৈরি করা এখন জরুরি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।
জাতিসংঘে ভাষণে ম্যাক্রোঁন বলেন, শান্তির সময় এসেছে। যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে। যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের দুর্দশা শেষ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে আমরা স্থায়ী শান্তির সুযোগ হারাব।
তিনি আরও বলেন, আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। এর মানে ইসরায়েলের অধিকার ক্ষুণ্ন হবে না। ফিলিস্তিনিদের অধিকার দেওয়া মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়।
ম্যাক্রোঁন জানান, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনো ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জুলাই মাসে এসব দেশ শান্তির পথ বেছে নেওয়ার দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে এগোচ্ছে।
তিনি হামাসের হাতে আটক ৪৮ জন জিম্মিকে মুক্ত করার দাবি জানান এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা করেন। ম্যাক্রোঁন বলেন, এখন আর অপেক্ষা করার সময় নেই। চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই। আমাদের দায়িত্ব এই যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটানো।
বিডিপ্রতিদিন/কবিরুল