মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা বিএনপি। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আবু তালেব হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক সাকির হোসেন শাকিল।
এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ দিনটি আগে সরকারি ছুটি ছিলো। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার এসে সেই ছুটি বাতিল করে।
তারা আরও বলেন, এ সংসদীয় আসনে দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো।
বিডি-প্রতিদিন/তানিয়া