গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানি নিষ্কাশনের ড্রেন থেকে সুমন মিয়া (২৪) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাটা বাজারের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পানি নিষ্কাশনের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের পিয়ারাপুর এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক।
স্থানীয়রা জানান, সুমন মিয়া পেশায় একজন ভ্যানচালক। সে মাদকাসক্ত ছিল। মঙ্গলবার সকালে সে বাড়ী থেকে বের হয়ে আসে। এরপর দুপুরে তার লাশ ওই ড্রেনে পরে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তারা জানান, ওই নির্জন স্থানে হাঁটু পানিতে তার মরদেহ পরে থাকার বিষয়টি রহস্যজনক।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহে কোন আঘাত বা নির্যাতনের চিহ্ন ছিল না। তারপরেও মৃত্যুর কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল