বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা যেন কাটছে না। এখনও অনেক পরিবার হারাচ্ছেন তাদের প্রিয়জনদের। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানহা নামের সাড়ে ৩ বছরের শিশু মারা গেছে। নিয়ে বরগুনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ঢাকা সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানহা বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়বোগ এলাকার খায়রুল বাশারের মেয়ে।
মঙ্গলবার বরগুনার (২৩ সেপ্টেম্বর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন আমতলী ২, তালতলী ৩, বেতাগী ৪, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫০ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৩৩ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাহিরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪০ জন এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বর্ষা যতদিন থাকবে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়বে-কমবে। তবে কবে নাগাদ ডেঙ্গু নির্মূল হবে তা বলা যাচ্ছে না। এখন ধরে নিতে হবে এই ডেঙ্গু স্থায়ী সমস্যা। সকলে সচেতন না হলে এখনো যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে আরও আক্রান্তে সংখ্যা বাড়তে পারে। তবে যতদিন বর্ষা রয়েছে ততদিন ডেঙ্গু আক্রান্তর সংখ্যা একেবারে কমার সম্ভবনা নেই।
বিডি প্রতিদিন/নাজমুল