এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান।
দুই দলের জন্যই ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। সুপার ফোর পর্বে আগের ম্যাচগুলোতে পরাজিত হওয়ায় পয়েন্ট তালিকার নিচের সারিতে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে সর্বশেষ একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লঙ্কানরা। এরপর এই প্রথম আবার টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হচ্ছে দুই দলের।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা।
বিডি প্রতিদিন/মুসা