ব্যালন ডি’অর ২০২৫–এর মঞ্চে শেষ পর্যন্ত উসমান দেম্বেলের হাতে উঠেছে বিশ্বসেরা ফুটবলারের মর্যাদার পুরস্কার। তবে এই ফলাফল নিয়ে সন্তুষ্ট নন তরুণ স্প্যানিশ ফুটবল সেনসেশন লামিন ইয়ামালের বাবা, মুনির নাসরাওয়ি। তাঁর মতে, ইয়ামালের এই পুরস্কার না পাওয়া একেবারেই ‘অদ্ভুত’।
নাসরাওয়ি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের স্বীকার করতে হবে, এখানে কিছু একটা খুবই অদ্ভুত ঘটেছে। আমি এটাকে চুরি বলছি না, তবে এটা একজন মানুষের জন্য বিশাল মানসিক ক্ষতির বিষয়।”
নিজ ছেলের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “লামিনে নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার। সে অনেক ব্যবধান নিয়ে সবার সেরা। আমি এটা শুধু তার বাবা বলেই বলছি না, বলছি কারণ এটা সত্যি।”
স্প্যানিশ ফুটবলপ্রেমীদের উদ্দেশে নাসরাওয়ির আশাবাদী বার্তা, “স্পেনের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি বিশ্বাস করি, আগামী বছর ব্যালন ডি’অর স্পেনেই আসবে।”
বিডি প্রতিদিন/মুসা