ভারতের সঙ্গে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের কৃতিত্ব দিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেছেন, ট্রাম্প একটি বড় যুদ্ধ রোধ করে লাখ লাখ মানুষকে রক্ষা করেছেন।
শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেডে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শাহবাজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও দৃঢ় নেতৃত্বে পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। যা দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরিয়ে একটি বড় যুদ্ধ রোধ করেছে। লাখ লাখ
মানুষকে রক্ষা করেছে।
১০ মে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় আলোচনার পর ভারত ও পাকিস্তান 'পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে' সম্মত হয়েছে। তখন থেকে তিনি বেশ কয়েকবার তার দাবি পুনরাবৃত্তি করেন।
তবে ভারত ধারাবাহিকভাবে এ হস্তক্ষেপ অস্বীকার করে আসছে। তারা বলে আসছে, সংঘর্ষের অবসানের জন্য কোনও তৃতীয় পক্ষ জড়িত ছিল না। পাকিস্তান একাধিকবার মে মাসের সংঘাত থামাতে ট্রাম্পের প্রশংসা করেছে। তাদের দাবি, মে মাসের সংঘাতের সময় ট্রাম্পই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন।
গত ২২ এপ্রিল পেহেলগামে এক হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করে। পরে টানা চারদিন ভারত ও পাকিস্তানের মধ্যে সেনা সংঘর্ষ চলে।
সূত্র: ডন, দ্য ইকোনমিক টাইমস
বিডি-প্রতিদিন/এমই