নগরবাসীর স্বার্থে আগামী দুই মাসের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটোলে আয়োজিত রাজউক আওতাধীন এলাকার ভবনগুলোতে সেপটিক ট্যাংক ও সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক এক অংশীজন সভায় তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বাধ্যতামূলক আইন বাস্তবায়ন করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এটি ফেলা বন্ধ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সুয়্যারেজ ব্যবস্থাপনা ঠিক করা না গেলে শুধু নদী, খাল পরিষ্কার করে কাজ হবে না।
ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানান রিজওয়ানা হাসান। রুফটপ ও সড়কের ডিভাইডারের মাধ্যমে সবুজায়ন করার প্রতি তাগিদ দেন তিনি।
ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এমনভাবে ধ্বংস করা হয়েছে বুড়িগঙ্গাকে যা রক্ষা করা সবচেয়ে কঠিন। তবে যতই কঠিন হোক সেটি সম্ভব, সেজন্য নিজ নিজ জায়গা থেকে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ