রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। এসময় তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৪৬-এ করে গ্রেফতার ওই দুই নারী কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের পাইপের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস এবং তাদের সালোয়ারের ভেতর থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ