রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রিপন লারা (৩৫), নুর আলম (২৫), মোরছালিন (২০), জীবন (২২), আনোয়ারা (৪০), জামাল (৩৭), রহমত আলী (২৭), মাইনউদ্দিন (৩৯), রাশেদুল হাসান তুহিন (৪৫), আকাশ বাসফোর ওরফে প্রশান্ত (১৯), সাব্বির (২৫) ও শাওন (১৮)।
তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই