ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের একটি মূল্যায়ন জরিপ পরিচালনা করা হয়েছে। এতে সর্বোচ্চ নাম্বার ১০-এর মধ্যে ২.৪৫ পেয়েছেন উপাচার্য।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে জরিপ পরিচালনাকারী সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে জরিপে ১০টি বিষয় মূল্যায়নের মধ্যে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এ জরিপে অনলাইন গুগল ফর্ম এবং অফলাইনে প্রতিটি হল, বিভাগ ও ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছে।
জরিপে ১ হাজার ৩১২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৮৭৬ জন আবাসিক এবং ৪৩৬ জন অনাবাসিক শিক্ষার্থী। জরিপে মার্কিং বা রেটিং ক্যাটাগরিতে ১-৩; খারাপ ৪-৬; মোটামুটি ৭-৮; ভালো ৯-১০ আর অতি ভালো হিসেবে নম্বর বণ্টন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত এক বছরে উপাচার্যের কার্যক্রমের আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়েছে, কিন্তু সেগুলোর কতটুকু বাস্তবায়িত হচ্ছে- সে প্রশ্ন থেকেই যায়। গত ৯ সেপ্টেম্বর ১৫ দফা দাবি জানানো হয়েছিল, কিন্তু সেগুলোর ব্যাপারেও কোন অগ্রগতি হয়নি। উল্টো ছাত্র উপদেষ্টার দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয় যে, অনুমতি ছাড়া কোনও ধরনের সভা সমাবেশ করা যাবে না।
এতে বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নের রোডম্যাপ চাইলেও তা মেলেনি। তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ জরিপ পরিচালনা করা হয়েছে। এতে উপাচার্য ২.৪৫ পেয়েছেন, যা রেটিং অনুযায়ী খুবই খারাপ। অর্থাৎ বলা যায়, তিনি গত এক বছরের কার্যক্রমে অকৃতকার্য হয়েছেন।
সংবাদ সম্মেলনে সংস্কার আন্দোলনের সদস্য খন্দকার আবু সাঈম, তুকী ওয়াসিফ, আবদুল্লাহ আল রাহাত, রাউফুল্লাহ খান, নওশীন শারমিলি, উম্মে হাবিবা সিগমা সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত