সিলেটে পেট্রোল ঢেলে এক রিকশা চালকের মৃত্যু এবং ফার্মেসি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা দুজনের আত্মহত্যা করেছেন।
এরমধ্যে মঙ্গলবার দুপুরে নগরীর মীরাবাজার এলাকা থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনসুর (৩০) জয়পুরহাটের বড় বানিয়াতুল গ্রামের জামেউল ইসলামের ছেলে। তিনি মীরাবাজারের সেবক-২ নম্বর বাসার গ্যারেজে বসবাস করতেন। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে নিজ শরীরে পেট্রোল ঢেলে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ থানার দাসপাড়া এলাকার একটি ফার্মেসি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরতদেহ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। নিহতের নাম রণদির দাস (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাসের ছেলে। শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, রণদির দাস মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল