আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার তিন দেশ। এগুলো হলো- মালি, বুরকিনা ফাসো ও নাইজার।
সোমবার এক যৌথ বিবৃতিতে ওই ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এই তিন দেশ প্রথমেই পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস থেকে বিভক্ত হয়ে সাহেল রাজ্যগুলোর জোট নামে পরিচিত একটি সংস্থা গঠন করে। এছাড়া তারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কমিয়ে দিয়েছে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। এই দেশগুলো দুই দশক ধরে আইসিসির সদস্য ছিল।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, তারা আইসিসিকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আগ্রাসনের অপরাধ ও গণহত্যার বিচার করতে অক্ষম বলে মনে করে।
এই দেশগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। যারা বিশাল ভূখণ্ড দখল করে আছে এবং এ বছর সামরিক স্থাপনায় ঘন ঘন হামলা চালিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অন্য গ্রুপগুলো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি মালি ও বুরকিনা ফাসোর সামরিক বাহিনীর বিরুদ্ধে নৃশংস অপরাধের অভিযোগ তুলেছে। এপ্রিলে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, মালির বাহিনী কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে। তাদের কাছে যা যুদ্ধাপরাধের সামিল। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ