সিলেটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫৬ জনের দেহে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে, যা দেড়শ’ অতিক্রম করেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলায় ২৯ জন, সুনামগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ২০ জন এবং হবিগঞ্জে ৮৬ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন ৭ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছেন হবিগঞ্জ জেলায়। আক্রান্তদের মধ্যে অনেকেই বাইরে থেকে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ