ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ঘুরতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ট্রেনের চাকা। দেরিতে হলেও ভোটের মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দলটি। আগামী সংসদ নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। নিশ্চিত করতে হবে সংস্কারের জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন।
এরই মধ্যে নেতা-কর্মীদের গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তি রচনার পদ্ধতি নিশ্চিত হলেই পূর্ণোদ্যমে ভোটের মাঠে নামবেন তাঁরা। অক্টোবরে ২৪ দফা ইশতেহার নিয়ে শুরু হবে দলীয় গণসংযোগ কার্যক্রম।
শুক্রবার দলের জাতীয় সমন্বয় সভায় সারা দেশের নেতা-কর্মীদের জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে যৌথভাবে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে ভোটের মাঠে নামবে এনসিপি। এখন নতুন সংবিধানের দাবিতে সারা দেশে উঠান বৈঠক কর্মসূচিতে ব্যস্ত দলটির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতারা। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ দফার ইশতেহার প্রকাশ করে এনসিপি। এ ২৪ দফাকেই নির্বাচনি ইশতেহার হিসেবে দলীয় প্রচার চালাবে তারা। দল গঠনের শুরু থেকেই ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় দলটি। নতুন রাজনৈতিক দল হিসেবে ৩০০ আসনে যোগ্য প্রার্থী বাছাইসহ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটির নেতা-কর্মীদের। এদিকে দলীয় প্রতীক ‘শাপলা’ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আশাবাদী দলটির শীর্ষ নেতারা। সমন্বয় সভায় নাহিদ ইসলাম জানান, শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। সমমনা দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে এনসিপি। নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং গণঅধিকার পরিষদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এনসিপির নেতারা। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক লিয়াজোঁপ্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করছি। জুলাই সনদের আইনি ভিত্তি ও রাজনৈতিক সংকট সমাধানের সবচেয়ে ভালো পদ্ধতি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। আলোচনায় দলগুলোর সামনে গণপরিষদ নির্বাচনের সুবিধাগুলো তুলে ধরছি।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদ কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা কাম্য নয়। বিএনপি ও জামায়াত জুলাই সনদকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত করেছে। এত ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান সফল করতে চাইলে তাদের দলীয় স্বার্থ ত্যাগ করে এ যুদ্ধংদেহী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।’