প্রতিপক্ষ নেপাল বলেই ম্যাচ নিয়ে টেনশনে ছিল বাংলাদেশ। অথচ মাঠে এতটাই উজ্জীবিত ছিল যে, গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা নেপালকে পাত্তায় দেয়নি। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা করেছে দুর্দান্ত জয়ে। এ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে নেপালকে। অনেক দিন পর পুরুষ ফুটবলের যে কোনো টুর্নামেন্টে নেপালের বিপক্ষে এক তরফা ম্যাচ খেলল বাংলাদেশ। এক জয়ে সেমিফাইনালও নিশ্চিত বলা যায়। বাংলাদেশ বাদ পড়বে যদি দ্বিতীয় ম্যাচে ০-৭ গোলে হেরে যায়। তা কি সম্ভব?
আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশের। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যারা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নেপালের কাছে ০-২ গোলে হার মানে। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। কোচ ছোটন চান, জিতেই ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে। নেপালের কাছে হারলেও শ্রীলঙ্কাকে যোগ্য প্রতিপক্ষ মনে করছেন তিনি। কারণ একে তো নিজেদের মাঠ ও সমর্থকদের সামনে খেলবে। তারপর আবার সেমিফাইনালের শেষ আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কা জয় পেতে জান-প্রাণ দিয়ে লড়বে।
শ্রীলঙ্কা জিতে গেলে গ্রুপে তিন দেশের পয়েন্ট দাঁড়াবে তিন। তখন গোল পার্থক্য সেমিফাইনাল নির্ধারিত হবে। কোনো সমীকরণেই যেতে চায় না বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও জিতে গ্রুপ পর্বে ঝামেলা চুকাতে চান।