লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ ঘটনা ঘটে। আদিতমারী থানার ওসি আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুরত আলী (৪৯) ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে সুরত আলী তার ইজিবাইক চার্জ দিচ্ছিলেন। কিন্তু চার্জারের সুইচ বন্ধ না করেই ইজিবাইক খুলতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আলী আকবর বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।