ফুটবল ক্যারিয়ারজুড়ে ইনজুরি যেন নেইমারের ছায়াসঙ্গী। সৌদি আরব যাত্রা হোক কিংবা শৈশবের ক্লাব সান্তোসে ফেরা কোথাওই চোট তার পিছু ছাড়ছে না। আর এবার অনুশীলনে ফের চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলের জাতীয় দলে নেইমার অনুপস্থিত ২০২৩ সালের অক্টোবর থেকে। গত জানুয়ারিতে সান্তোসে ফিরে মাঠে নামলেও নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো সেলেসাও জার্সি গায়ে চড়াননি তিনি। এর মধ্যে ব্রাজিল ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে, যেখানে ইনজুরির কারণে একটিতেও জায়গা হয়নি নেইমারের।
চলতি মাসেই ব্রাজিল খেলবে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, ফিটনেস ঘাটতির কারণে স্কোয়াডে নেই নেইমার। অক্টোবরের এশিয়া সফরে দক্ষিণ কোরিয়া (১০ অক্টোবর) ও জাপানের (১৪ অক্টোবর) বিপক্ষে প্রীতি ম্যাচে ফিরতে পারতেন তিনি, কিন্তু সেই আশাও এখন শেষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সান্তোস ক্লাবের অনুশীলনে নেইমার ডান পায়ের উরুতে চোট পান। এরপরই অনুশীলন ছেড়ে মাঠ ছাড়েন। শুক্রবার সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানায়, নেইমারের "রেক্টাস ফেমোরিস" মাংসপেশিতে ইনজুরি ধরা পড়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ব্রাজিলিয়ান সাংবাদিক লুকাস মিনারেল্লির তথ্য অনুযায়ী, অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে। ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা একপ্রকার অনিশ্চিত বলেই ধরে নেওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা