ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মধ্যরাতে ছুরিকাঘাতে এক চা দোকানদারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রহমান মিয়া (২৮)। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা দোকানদার।
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, রহমান মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরেন। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে ঘরের বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর রহমান মিয়ার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা রকিলা বেগম বলেন, রাতের বেলায় বাড়ির পাশে আমার ছেলের চিৎকার শুনে বের হয়ে দেখি ৩-৪ জন তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দৌড়ে চলে যাচ্ছে। নিহতের ভাই মো. ইমন মিয়া বলেন, রাত একটার দিকে ঘরে মোবাইল নিয়ে কাজ করছিলাম। হঠাৎ আমার ভাইয়ের চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে ছুরি আর লোহার রড দিয়ে আমার ভাইকে মারতেছে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম