বরিশালে ডেঙ্গু জ্বরে আরো দুই জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুই জনের মৃত্যু হয়। শনিবার বিষয়টি জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছর ২৫ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই রোগী হলেন-ঝালকাঠি সদর উপজেলার চামটা এলাকার বাসিন্দা রাফিজা (৩৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা আব্দুল জলিল (৬৫)।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী গত ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত বিভাগের দুইটি মেডিকেল কলেজসহ জেলা ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ১১ হাজার ৯০১ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছে। এখনো ৩৮৪ জন রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৫ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে ছাড়পত্র নিয়েছেন ৮৪ জন।
বিডি প্রতিদিন/এএম