শেরপুর জেলার শহর ও উপশহরে যানজট সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। যেখানে ১৫ মিনিটে যাতায়াতের কথা, সেখানে বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে। শহরের কলেজমোড়, খরমপুর মোড়, নিউমার্কেট, থানামোড়, গোয়ালপট্টি মোড়, নয়আনিবাজার, হাসপাতাল রোড ও খোয়ারপাড়-শাপলাচত্বর এলাকা যানজটের হটস্পটে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি গাড়ীর আধিপত্য, ফুটপাত দখল, ভ্রাম্যমাণ দোকান, সরু সড়ক এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা সমস্যা বৃদ্ধি করছে। প্রতিদিন নতুন অটো ও ব্যাটারি চালিত রিক্সা ও চালক সড়কে যুক্ত হচ্ছে। একই সঙ্গে বাস, ট্রাক ও প্রাইভেট গাড়ির যত্রতত্র পার্কিং শহরের যান চলাচল আরও বাধাগ্রস্ত করছে।
শেরপুর ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম বলেন, যানজট নিয়ন্ত্রণে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
শেরপুর পৌরসভার প্রশাসক শাকিল আহাম্মেদ বলেন, অসহনীয় যানজট কমাতে সমস্ত স্টেকহোল্ডার মিলে কিছু কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই এগুলো বাস্তবায়ন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল