পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত একটি ইরবতি ডলফিন। এটির পুরো শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে। এছাড়া মাথা ও শরীরে ক্ষত রয়েছে।
শনিবার দুপুরে গঙ্গমতি সৈকতের ফরেস্ট এলাকায় মৃত এই ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। খরর পেয়ে উপক‚ল পরিবেশ রক্ষা আন্দোলন ও বন বিভাগ সদস্যরা এটিকে উদ্ধার করেন। পরে কুয়াকাটা পৌরসভা সমন্বয়ে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন তারা। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০টি ডলফিনের মৃত্যু দেহ সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে বলে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সূত্রে জানা গেছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা উপরা’র যুগ্ম আহবায়ক আবুল হোসেন রাজু জানান, মৃত ডলফিনটি দেখে মনে হচ্ছে সকালের জোয়ারে এসেছে। মৃত ডলফিনটি বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা সমন্বয়ে মাটি চাপা দেওয়ার হয়।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।
বিডি প্রতিদিন/এএম