জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘গোপনে বিএনপির কাছে যাবেন এটি হতে দেওয়া হবে না।’ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনমত যাচাই না করে প্রভাবিত হয়ে বিশেষ রাজনৈতিক শক্তির কাছে মাথানত করায় আন্দোলনে নেমেছে জামায়াতসহ সমমনা দলগুলো। অনেকে বলছেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে তাহলে রাজপথে কেন। আমরা বলতে চাই- জুলাই সনদ করবেন, গোপনে বিএনপির কাছে যাবেন, এটি হতে দেওয়া হবে না। আমাদের নিরপেক্ষভাবে ডাকেন, আমাদের ৫ দফা দাবি মানেন, আমরা আন্দোলন থেকে সরে আসব। গতকাল বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ৫ দফা দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, মাহবুবার রহমান বেলাল, জেলা জামায়াতের আমির গোলাম রব্বানীসহ অনেকে।
চট্টগ্রাম : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, একটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না। গতকাল বাদ আসর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে চট্টগ্রাম মহানগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম, জামায়াত নেতা ডা. মুহাম্মদ আবু নাছের, জামায়াত নেতা মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।
বরিশাল : কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পিআর-এর জনমত যাচাই করুন। বরিশাল মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান প্রমুখ।
সিলেট : সিলেট মহানগর জামায়াতের আয়োজনে বিকাল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘বর্তমান সরকারকে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জুলাই জাতীয় সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে ফ্যাসিবাদ আমলের ভিত্তির নির্বাচন।’ বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর আমির ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।
রাজশাহী : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সরকারের উদ্দেশে বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করুন। গতকাল বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে রাজশাহী মহানগরী আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজার যৌথ সঞ্চালনায় সমাবেশ উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিমসহ অন্যরা।
খুলনা : বিকালে খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জামায়েতের খুলনা মহানগরী ও জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান।
কুমিল্লা : বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মু. মিজানুর রহমান প্রমুখ।
ময়মনসিংহ : বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের আমির আবদুল করিম।