চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে নির্বাচনি আমেজ। রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের শিক্ষার্থীরা ইতোমধ্যে ১০টি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এখন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার ৫১৫ শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অনাবাসিক। অর্থাৎ ৭০ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করেন। শহরে বসবাসরত শিক্ষার্থীদের ভোট নিশ্চিত করাই প্রার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ বাস সার্ভিস, শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো কিংবা শহরে ভোট কেন্দ্র স্থাপনের দাবি ইতোমধ্যে উঠেছে। বিশেষ করে হল সংসদের প্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। কারণ হলের বাইরে থাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, তাদের মনোযোগ আকর্ষণ এবং ভোট নিশ্চিত করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। ফলে অনেকেই অনলাইন প্রচারণায় ভরসা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৯টি ছেলেদের হল, একটি হোস্টেল ও ৫টি মেয়েদের হলে প্রার্থীদের মনোনয়ন জমা পড়েছে। ছেলেদের হল থেকে ৩৫৬ জন, মেয়েদের হল থেকে ১২৫ জন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে ২১ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে সোহরাওয়ার্দী হলে ১৬টি পদের বিপরীতে ৫৩টি। সবচেয়ে কম প্রার্থী রয়েছেন শহীদ আবদুর রব হলে। এখানে জমা পড়েছে ৩১টি মনোনয়নপত্র। মেয়েদের হলে সবচেয়ে বেশি প্রার্থী বেগম খালেদা জিয়া হলে ৩১ জন এবং সবচেয়ে কম নবাব ফয়জুন্নেছা হলে ১৭ জন।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি শুরু হতে পারে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি থাকায় প্রচারণার সময় আরও সংকুচিত হয়ে পড়বে। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা রয়েছে। ফলে ছুটি মিলিয়ে প্রচারণায় ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৬ পদে ৪২৯ প্রার্থী : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২৬ পদে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রাত ৯টায় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যানুযায়ী, সহসভাপতি পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন করে প্রার্থী রয়েছেন।