১৩ নভেম্বর ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মাঠে সক্রিয় থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
এসপি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সামনে রেখে মিছিল, সভাসমাবেশ ও বিক্ষোভের প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা জেলার সাত থানায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে আছেন সাভার মডেল থানায় ৪, আশুলিয়া থানায় ৩, ধামরাই থানায় ১, কেরানীগঞ্জ মডেল থানায় ৬, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮, দোহার থানায় ২ এবং নবাবগঞ্জ থানায় ৭ জন। এসপি আনিসুজ্জামান আরও জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তাঁরা নিয়মিত দলীয় মিছিল, সভা ও বিক্ষোভে অংশ নিতেন। এ ছাড়া গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগের কর্মসূচিতে নেতৃত্বদানকারী শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহসম্পাদক মো. রাব্বী সরদারকে (২৬) দেশি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আরও ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর পানগাঁওয়ে সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে যাত্রীরা পালানোর চেষ্টা করেন। এ সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও রাব্বী সরদারকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে কোমরে গোঁজা একটি দেশি তৈরি লোহার রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী সরদার স্বীকার করেছেন তিনি সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক মিছিলে অংশ নিয়েছেন এবং দলের পক্ষে প্রচারমূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মোবাইল ফোন থেকে বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবিতে ১৩ নভেম্বর ঢাকা শহরে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।