চরমপন্থায় সম্পৃক্ততা ও পূর্ব শত্রুতার জেরে খুলনার রূপসায় বিদেশফেরত যুবক সোহেল হাওলাদারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে এসব তথ্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নৈহাটি রহিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানায়, দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে সোহেল দেশে ফেরেন। বিদেশে যাওয়ার আগে তার সঙ্গে চরমপন্থি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দেশে ফেরার পর তিনি অনেকটা আত্মগোপনে থাকতেন। কিছুদিন ঢাকায় থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হলে তাকে গুলি করে হত্যা করা হয়।
রূপসা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আ. সবুর খান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।