কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মশিউর রহমান, খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আলিম আল তারিফ এবং মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।