বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় ভারত একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে।
ভারতের কয়েকটি প্রথম সারির ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি এ নতুন সেনাঘাঁটি পরিদর্শন করেন।
লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেখানে মোতায়েন ব্রহ্মাস্ত্র কোরের সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটি স্থাপন ও কার্যকরের জন্য সেনা জওয়ানদের পেশাদারি, অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি ও যে কোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান। এর আগে লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কোরের সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবড়ির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন মিলিটারি স্টেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, আসামের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে ইস্টার্ন কমান্ড স্টেশনের নামকরণ হয়েছে; যা সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক-পুনর্জাগরিত আসামের ঐতিহ্যের প্রতিফলন।
উল্লেখ্য, চিকেন নেক করিডর (শিলিগুড়ি করিডর) থেকে আসামের ধুবড়ির সামরিক স্টেশনের দূরত্ব ২৪০ কিলোমিটারের কম। অন্যদিকে চোপড়া থেকে দূরত্ব ৫২ কিলোমিটার। বাংলাদেশ সীমান্ত থেকেও এ ঘাঁটিগুলোর গড় দূরত্ব খুব একটা বেশি নয়।