সাপে কাটার ঘটনা খুব একটা বিরল নয়। তবে এবার ভারতে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেও সাপকে কামড় দিয়ে মেরে ফেলেছেন! ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।
পুলিশ জানিয়েছে, পুণিত নামের ওই কৃষক ৪ নভেম্বর ধান খেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তাঁর পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন। পুণিত বলেন, ‘সাপ কামড় দেওয়ায় খুব ব্যথা হচ্ছিল, রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।’
স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসী তাঁকে হার্দৌই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক শের সিং বলেন, ‘তাঁকে ভর্তি করার পর অ্যান্টিভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তাঁর সব রিপোর্ট স্বাভাবিক ছিল।’ তিনি আরও বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভিতর ঢুকত, তিনি বাঁচতেন না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।’ পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম সে মজা করছে। কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। চিকিৎসকরা সতর্ক করেছেন, সাপের কামড় কোনো সাহস দেখানোর বিষয় নয়, এটি জরুরি চিকিৎসার ব্যাপার।’ -নিউজ ১৮