রতন স্টোর। মালিক রতন মজুমদার। দোকানের অবস্থান কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ দুধবাজারে। তাঁর বয়স প্রায় ৭০। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। দেশের অন্য ৮-১০ জন দোকানদারের থেকে তিনি ব্যতিক্রম। তিনি কোনো ক্যালকুলেটর ব্যবহার করেন না। মুখে মুখে করেন লাখ টাকার হিসাব। তাই ক্রেতাদের মুখে তিনি হয়ে উঠেছেন ‘মানব ক্যালকুলেটর’। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করায় দিন দিন তাঁর ক্রেতা বাড়ছে। তিনি ক্যালকুলেটরের থেকে কম সময়ের মধ্যে হিসাব করতে পারেন। রতনের হিসাব নিখুঁত ও দ্রুত। তিনি যেন গণনাযন্ত্রকেও হার মানান! রতনের দোকানে গিয়ে দেখা যায়, সেখানে ক্রেতাদের ভিড়। কেউ পণ্য কিনতে এসেছেন, কেউ দেখছেন তার নির্ভুল গণনা। একজন ক্রেতার ক্রয় করা পণ্য তার সহকারী নয়ন মজুমদার ব্যাগে দিচ্ছেন আর তিনি মুখে হিসাব করে ফেলছেন। তার এ প্রতিভা দেখে মুগ্ধ ক্রেতারা। সহকারী নয়ন মজুমদার বলেন, ১০টি পণ্যের দাম বলি আর তিনি মুখে হিসাব করে ফেলেন। এতে ক্রেতারা খুশি হন। আমারও ভালো লাগে। ক্রেতারা তাঁকে ‘মানব ক্যালকুলেটর’ বলে ডাকেন। রতনের দোকানের ক্রেতা কাপ্তানবাজার এলাকার মফিজ উদ্দিন আখন্দ। তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে তাঁর দোকানে আসি। ২০ হাজার হোক বা ৪০ হাজার হোক তিনি মুখে হিসাব করে ফেলেন। হিসাবে কখনো গরমিল হয়নি। তাঁর এখানে পণ্যের দামও তুলনামূলক কম। তাই এখানে আসি।’ ক্রেতা হালুয়াপাড়ার লোকমান হোসেন বলেন, ‘তাঁর বিষয়টি অনেক ইউনিক। তিনি অনেক লম্বা হিসাব মুখে করে ফেলেন। দেখতে অনেক ভালো লাগে। হিসাব করতে করতে তিনি এক্সপার্ট হয়ে গেছেন।’ ক্রেতা চান্দপুরের আবদুল আউয়াল রানা বলেন, ‘রতন মজুমদার ভালোমানের পণ্য দেন সাশ্রয়ী দামে। চকবাজার থেকে এখানে কম দামে পাওয়া যায়। রাজগঞ্জ এলাকার মুদিমালের মধ্যে তিনিই ৪০ ভাগ বিক্রি করেন।’ রতন মজুমদার বলেন, ‘আমার বাসা গোয়ালপট্টি। স্ত্রী ও দুই ছেলে আছে। ব্যবসা করছি ৩৫ বছর ধরে। রাজবাড়ি গেটে প্রথম দোকান ছিল। কেরোসিন বিক্রি দিয়ে শুরু। পান, সিগারেট ও চা বিক্রি করেছি। পরে দুধবাজারের পাশে মুদি দোকান দিয়েছি।’ মুদি দোকান দিয়েছেন প্রায় ২৫ বছর। ক্রেতাকে সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য দিতে তাঁর আনন্দ লাগে বলেও জানান। এ ছাড়া মুখে মুখে হিসাব করতে দেখেন তা মিলে যাচ্ছে। ক্রেতারা এ নিয়ে প্রশংসা করেন বলে জানান তিনি।
শিরোনাম
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ:
০০:০০, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০১:০৬, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মুখে করেন লাখ টাকার হিসাব
যেন মানব ক্যালকুলেটর
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর