বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমোকে পরাজিত করে ডেমক্র্যাট জোহরান মামদানি (৩৪) নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন। মামদানির বিজয়ে নিউইয়র্ক সিটির সীমানা পেরিয়ে সারা আমেরিকায় মুসলিম কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে।
নিউইয়র্ক সিটির বহুল আলোচিত এই নির্বাচনে সর্বাধিকসংখ্যক ভোটার অংশ নিয়েছেন। ২০ লাখ ভোটের ৪৯ দশমিক ৬ শতাংশ পেয়েছেন মামদানি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যুমো পেয়েছেন ৪১ দশমিক ৬ শতাংশ। অপরদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ৭ দশমিক ৯ শতাংশ ভোট।
প্রেসিডেন্ট ট্রাম্পের নানা হুমকি-ধমকি পাত্তা না দিয়ে মুসলিম ভোটারসহ তরুণ ভোটারেরা শেষ পর্যন্ত সরব থাকায় মামদানির বিজয় নিশ্চিত হয়েছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকেরা মন্তব্য করেছেন।
নির্বাচনী প্রচারণায় মামদানি নিউইয়র্কবাসীর জন্য ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দেন। এই কর্মসূচিগুলো অর্থায়নের জন্য তিনি ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করেছিলেন।
উল্লেখ্য, ১ জানুয়ারি শপথ গ্রহণের পরই ১১১তম মেয়র হিসেবে অধিষ্ঠিত হবেন জোহরান মামদানি। একইসঙ্গে মামদানি হবেন এই সিটির প্রথম মুসলিম এবং দক্ষিণ এশিয়ান ইমিগ্র্যান্ট মেয়র।
বিডি-প্রতিদিন/তানিয়া