উদ্যোক্তা স্বপন চন্দ্র রায়। থাকেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নের সাধুপাড়া গ্রামে। পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হতে গড়ে তুলেছেন কেঁচো সারের খামার। ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে খামার গড়ে তোলেন। স্বপন নীলফামারী সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। দেড় বছর আগে তিনি কেঁচো সার উৎপাদনের খামার গড়ে তোলেন। প্রথমে ইট দিয়ে তৈরি করা ২০টি হাউজ দিয়ে শুরু করেন। পরে উৎপাদন বাড়াতে ৮০টি রিং বসান। কলাগাছ ছোট ছোট করে কেটে, গোবর সার, ডিমের খোসার গুঁড়ো, কচুরিপানা ও শাকসবজির অবশিষ্ট পচিয়ে হাউজে দেওয়ার পর সেখানে কেঁচো ছেড়ে দেওয়া হয়। এরপর ৩৫-৪৫ দিনের মধ্যে সার উৎপাদন হয়। যা দেখতে অনেকটা চা পাতার মতো। উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার তৈরি করা হয় সেটাই কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট নামে পরিচিত। জমির উর্বরতা বৃদ্ধিসহ আর্থিকভাবে লাভবান হওয়ায় দিনদিন কেঁচো সার ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন গ্রামের কৃষক। বর্তমানে মাসে তার খামারে ৫ টন সার উৎপাদন হচ্ছে। আগামী জানুয়ারিতে উৎপাদন বাড়বে বলে আশা করছেন এই উদ্যোক্তা। গ্রামের কৃষক তার খামারে এসে কেঁচো সার কিনছেন। পরিবেশবান্ধব এ সার ব্যবহারে কৃষক বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তারা ভালো ফলনও পাচ্ছেন। খামারে দুই নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। উদ্যোক্তা স্বপন রায় বলেন, ‘আমি স্বাবলম্বী হতে কেঁচো সার উৎপাদনের উদ্যোগ নেই। কেঁচো সারের উৎপাদন ও ব্যবহার বাড়ানো মাধ্যমে কৃষকের ব্যয় কমানো যায়। কেঁচো সারের খামারে লোকসান হওয়ার সম্ভাবনা কম। কারণ আমরা যা ব্যবহার করি সবই পচনশীল। তবে কেঁচো মরে গেলে পরবর্তীতে প্রজননের মাধ্যমে আবার উৎপাদন করা যায়। কেঁচো সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, মাটির আর্দ্রতা ধরে রাখে, মাটিকে পুনরুজ্জীবিত করে, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফলন বৃদ্ধি করে। এ খামারে আমার কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থান তৈরি হচ্ছে।’ কিশোরগঞ্জ উপজেলার কৃষি অফিসার লোকমান আলম বলেন, ‘জৈবসারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সার হচ্ছে কেঁচো সার। এর ব্যবহার বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। শিক্ষার্থী স্বপন রায় একজন উদ্যমী উদ্যোক্তা। তাকে কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ ও সার বিক্রিতে সহযোগিতা করা হচ্ছে।’
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
কেঁচো সারের খামার গড়ে স্বাবলম্বী
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর