প্রকাশ পেয়েছে শিরোনামহীনের বাতিঘর অ্যালবামের নতুন গান ‘ক্লান্ত কফিশপ। শহরের ক্লান্ত নিঃশব্দ দীর্ঘশ্বাসের সুর উঠে এসেছে শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’-এ।
শিরোনামহীন বিজ্ঞপ্তিতে বলছে, শেখ ইশতিয়াকের লেখা ও সুর করা ‘ক্লান্ত কফিশপ’ গানটি শোনা যাচ্ছে শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে।
'ব্যস্ত বিকেল, ক্লান্ত কোনো এক কফিশপে, ক্লান্তিবিহীন শুধু ধোঁয়াটে বাতাস' এমন কথার গানটি শেখ ইশতিয়াক লিখেছেন তাদের ইউরোপ সফরের সময়। যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন এক নির্জন কফিশপের নিস্তব্ধতায় শহরের ক্লান্ত জীবনের প্রতিচ্ছবি।
গানের কথা ও ভিডিওতে উঠে এসেছে এক একাকী মানুষের গল্প। যিনি জীবনের প্রতিদিনের ব্যস্ততার ভেতরেও এক অচেনা শূন্যতায় আটকে আছে। গানটি রেকর্ড হয়েছে নয়েজমাইন স্টুডিওতে, মিক্স ও মাস্টার করেছেন শফিকুল ইসলাম। গানের আর্টওয়ার্ক ও টাইপোগ্রাফি ডিজাইন করেছেন তাহজিব ফেরদৌস।
এর আগে দলটি এই অ্যালবামের ‘বাতিঘর’, ‘প্রিয়তমা’, ‘জানে না কেউ’, 'কতদূর', 'মা'সহ বেশ কয়েকটি গান প্রকাশ করেছে। এই অ্যালবামের সর্বশেষ গান হবে 'এই অবেলায় ২'।
এদিকে প্রথমবারের মত কানাডার টরন্টোতে এক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে দলটি। নভেম্বরের ১ তারিখ সেখানে পারফর্ম করবে তারা। কনসার্টে অংশ নিতে রাতে দেশ ছেড়েছেন শিরোনামহীন।
শিরোনামহীনের লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        