বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন এলাকার একটি রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা বাগানের ভেতর একটি গাছের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মৃত ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৩৯)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্প-২ এর বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        