গাজীপুরের টঙ্গীতে মারামারি থামাতে গিয়ে কবির মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর পাগাড়ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতি এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। তিনি টঙ্গীর পাগাড়ঝিনু মার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত কবির মোল্লা পেশায় একজন নিরাপত্তাকর্মী। সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবির মোল্লার নাতি মাওলানা রাজ্জাকের সঙ্গে পাশের ভাড়াটিয়া ওলি আহমেদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মারামারি ফেরাতে গিয়ে কবির মোল্লা ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        