এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে দুই দল। এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারত। দুই দলের পয়েন্টই সমান (২ পয়েন্ট করে)। তবে বাংলাদেশ এক ধাপ ওপরে আছে। প্রতিপক্ষের জালে বেশি গোল দিয়েছে বাংলাদেশ (৫টি)। ভারত গোল করেছে ২টি। বাছাইপর্বে ‘বি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার লড়াইয়ে আছে হংকং ও সিঙ্গাপুর। ১৮ নভেম্বর মুখোমুখি হবে এ দুই দল। এ ম্যাচ জিতলে চূড়ান্ত পর্বে পৌঁছে যাবে হংকং। বাংলাদেশ ও ভারত চূড়ান্ত পর্ব নিয়ে ভাবনা বাদ দিয়েছে। তাদের সেই সুযোগও নেই। তবে প্রতিবেশী দুই দল মর্যাদার জন্যই লড়াই করবে ১৮ নভেম্বর। ভারতের জন্যই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। গতকাল ঢাকা স্টেডিয়ামে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা অনুশীলন শুরু করেছেন। জামাল ভূঁইয়াসহ ১৪ জন নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের নাম ঘোষণা করেনি বাফুফে। লিস্টার সিটির তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ৯ নভেম্বর দলে যোগ দিতে পারেন। পরের দিন আসার কথা কানাডা লিগে খেলা সামিত সোম। বাংলাদেশে খেলার কথা ছিল আফগানিস্তানের। মিয়ানমারের সঙ্গে তারা বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলতে এলে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলত। সে ক্ষেত্রে আফগানদের সঙ্গে খেলে ভারতের জন্য প্রস্তুতি নিতে পারত বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানের ম্যাচ আপাতত বসুন্ধরা কিংস অ্যারিনা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে এএফসি। অবশ্য এটা নিয়ে এখনো লড়াই করছে বাফুফে।
ম্যাচটি কিংস অ্যারিনায় করার জন্য এএফসিকে চিঠিও দিয়েছে। আফগানদের না পেয়ে নেপালের বিপক্ষে খেলে ভারতের জন্য প্রস্তুতি সারবেন জামাল ভূঁইয়ারা। ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত মার্চে শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করেছিলেন হামজা-জামালরা। এবার ঘরের মাঠে ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই লড়াইয়ে নামবেন তারা।