ইতালিয়ান সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল আগেই। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও হয়ে গেল। ধুঁকতে থাকা জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন লুসিয়ানো স্পালেত্তি।
৩২ বছরের কোচিং অভিজ্ঞতায় নতুন এই অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। তবে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের দায়িত্বের মেয়াদ বেশ কৌতূহল জাগানিয়া। জুভেন্টাস বিবৃতিতে জানায়, স্পালেত্তির দায়িত্বের মেয়াদ স্রেফ আগামী জুন পর্যন্ত।
এই বছর জুভেন্টাসের তৃতীয় কোচ হতে যাচ্ছেন স্পালেত্তি। গত বছর দায়িত্ব পাওয়া থিয়াগো মোত্তাকে সরিয়ে দেওয়া হয় গত মার্চে। দায়িত্ব পান ইগর টুডার। ১৮ বছরের মধ্যে জুভেন্টাসের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। তবে ক্রোয়াট এই কোচও বেশিদিন থাকতে পারেননি দায়িত্বে। টানা আট ম্যাচ জয়বিহীন থাকার পর গত সোমবার বরখাস্ত করা হয় তাকে।
নতুন কোচ স্পালেত্তি সবশেষ ছিলেন ইতালি জাতীয় দলের দায়িত্বে। ৬৬ বছর বয়সী কোচের অভিজ্ঞতার ভাণ্ডার অনেক সমৃদ্ধ, যেটির শুরু সেই ১৯৯৩ সালে।
খেলোয়াড়ি জীবনে বড় কোনো ক্লাবে খেলতে পারেননি এই মিডফিল্ডার। তার শেষ ক্লাব ছিল যেটি, সেই এম্পোলির হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন মাত্র ৩৪ বছর বয়সে। তার কোচিংয়ে পরপর দুই বছর প্রমোশন পেয়ে তৃতীয় স্তর থেকে সেরি আ-তে জায়গা করে নেয় ক্লাবটি।
পাঁচ বছর পর তিনি পাড়ি জমান সাম্পদরিয়ায়। এরপর নানা ঠিকানায় গড়েছেন তিনি আশ্রয়। দুই দফায় করে কোচিং করিয়েছেন উদিনেজে ও রোমায়। দায়িত্বে ছিলেন ইন্টার মিলান ও নাপোলিরও। তার কোচিংয়েই ২০২২-২৩ মৌসুমে স্মরণীয় সেই লিগ শিরোপার স্বাদ পায় নাপোলি।
প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নেন তিনি ২০২৩ সালে নিজ দেশের হয়েই। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে দলের টানা ব্যর্থতার পর গত জুনে তাকে সরিয়ে দেওয়া হয়। নতুন চ্যালেঞ্জ পেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে।
২০২০ সালের পর আর সেরি আ জিততে পারেনি জুভেন্টাস। চলতি মৌসুমে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে সাত নম্বরে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        