মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুক্রবারের ম্যাচে ভারত রীতিমতো নাকানিচুবানি খেয়েছে।
ক্যানবেরায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শুক্রবার মেলবোর্নে ভারতের কাছে পরীক্ষা ছিল নিজেদের প্রমাণ করার। সেই পরীক্ষায় ডাহা ফেল সূর্যকুমার যাদবেরা। আগে ব্যাট করে ভারত তুলেছিলো ১২৫ রান। তবে সেই টার্গেটে ভারতকে জয় এনে দিতো পারলো না। চার উইকেট বাকি থাকতেই জয় পেল অস্ট্রেলিয়া। আট ওভার বাকি থাকতে। ভারতের দেয়া টার্গেট অজিরা ১৩ ওভার দুই বলেই টপকে গেছে।
সিরিজেও অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজ জিততে গেলে বাকি তিনটি ম্যাচেই ভারতকে জিততে হবে।
আইসিসি র্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছে ভারত। সে কারণেই নিজেদের মাইটি ভাবছিল সূর্যকুমার যাদবের দল। তবে অস্ট্রেলিয়া দেখিয়ে দিল, অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভাল নয়। বাস্তবের মাটিতে পা রেখে চলতে হয়। মেলবোর্নে ভারতের ব্যাটিং, বোলিং সব বিভাগই ব্যর্থ। ১২৫ রান নিয়ে এমনিতেই টি-টোয়েন্টিতে লড়াই করা কঠিন। তাড়াহুড়ো করতে গিয়ে অস্ট্রেলিয়াও ছয়টি উইকেট হারিয়েছে।
টসে হেরে সূর্যকুমারের দল প্রথমে ব্যাট করতে নামে। তৃতীয় ওভার থেকেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। শেষ ১৮ ওভার ৪ বলে অলআউট হয় টিম ইন্ডিয়া। মাঝে এক বার অভিষেক শর্মা এবং হর্ষিত রানার জুটি বাদে বাকি সময় ছিল আসা আর যাওয়া। শুভমন গিলের (৫) ফেরা থেকে শুরু। এর পর থেকে প্রায় প্রতিটি ওভারেই নিয়ম করে উইকেট পড়েছে। সঞ্জু স্যামসন (২), সূর্যকুমার (১), তিলক বর্মা (০), অক্ষর পটেল (৭) কেউ টিকতে পারেননি। ভারতের ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র দু’জন; অভিষেক (৬৮) এবং হর্ষিত (৩৫)।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        