টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তেমন সুবিধা করতে পারল না বাংলাদেশ। ৬ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। লিটন কুমার দাস ৬ বলে ৫ ও তানজিদ হাসান তামিম ২০ বলে ২৬ রানে অপরাজিত।
এদিকে, শেষ ম্যাচে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন সুবিধা করতে পারলেন না। রোস্টন চেসের করা চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ২২ রানের মাথায় আউট হন তিনি। তার ব্যাট ছুঁয়ে বল যায় শর্ট থার্ড ম্যানে। সেখানে অনায়াসে বল তালুবন্দি করেন মোতি। ১০ বল খেলে ১ ছক্কায় ৯ করে ফিরেন ইমন। তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক লিটন।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ টস জিতে আগে ব্যাটিং করেছিল। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন। একাদশে এসেছেন শরীফুল ইসলাম, মাহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। আজ তারা বিশ্রাম দিয়েছে শেই হোপ, শেরফানে রাদারফোর্ড ও জেডেন সিলসকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন আমির জঙ্গু, গুদাকেশ মোতি ও আকিম অগাস্তে।
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        