শাহরুখ আর সালমান, দুই খানের সম্পর্ক নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই দুই খানের সম্পর্ক আর বিবাদ নিয়েও নানা কথা চাউর আছে বাজারে। তাই সুযোগ পেলে মানুষ শাহরুখকে সালমান সম্পর্কে, আর সালমানকে শাহরুখ প্রশ্ন করে থাকেন।
এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন’ চ্যাট সেশন বলিউড অভিনেতা শাহরুখ খানের। এক্সে তিনি এই আয়োজন করেছেন তার ৬০তম জন্মবার্ষিকী সামনে রেখে।
ভক্তরাও সেশনের নামের সার্থকতা রেখেছে। যা তাদের মনে হয়েছে, তা জিজ্ঞাসা করতে পিছপা হননি। শাহরুখও মন রেখেছেন অনুরাগীদের।
সেশন চলাকালে এক ব্যবহারকারী ‘সালমান খান’ কেমন মানুষ তা এক কথায় বর্ণনা করতে বলেন শাহরুখকে। শাহরুখ বলেন, সেরা ভাই। তাকে ভালোবাসি।
শাহরুখ-সালমানের সিনেমার ক্যারিয়ার শুরু নব্বই দশকের দিকে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ সিনেমায় তারা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। যে জুটি সেই সময় ‘ক্ল্যাসিক’ উপাধি কুড়িয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        