চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব আজিমপুর জয়রাম মহাজন বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচা বৈকুণ্ঠ চন্দ্র নাথ ও ভাতিজা প্রবাসী সবু নাথের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সবু নাথ তার চাচাকে ধাক্কা দিয়ে ফেলে বেধড়ক পিটিয়ে আহত করেন। এতে বৈকুণ্ঠ চন্দ্র নাথের মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “বৈকুণ্ঠ চন্দ্র নাথের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি সবু কান্তি নাথ বর্তমানে পলাতক রয়েছেন। তার স্ত্রী টিংকু রানী নাথকে আটক করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/আশিক