জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি সাবেক বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
কেন্দ্রীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ তার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার অব্যাহতির বিষয়টি জানিয়েছেন। ফেইসবুক পোস্টে তিনি লিখেন, জকসু নিয়ে জাতীয় ছাত্রশক্তির (বাগছাস) কেন্দ্রীয় কমিটির তেমন কোনো চিন্তাভাবনা নেই। তারা শুধু ডাকসু নিয়েই ব্যস্ত ছিল, আর এখন কেন্দ্রীয় কমিটিতে পদ ভাগাভাগির দ্বন্দ্বে নিমজ্জিত। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।
তিনি আরও লিখেন, আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করে এসেছি। তবে আমার সহকর্মীদের অন্ধকারে রেখে, তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে, রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আমি আর বহন করতে পারব না। তাই আমি সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।
যদিও এ বিষয়ে তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায় নি।
সংগঠনটির আহবায়কের পদত্যাগের বিষয়ে মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, তিনি সত্যিই পদত্যাগ করেছেন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা আমাদের সাথে ঠিকমতো কোনো যোগাযোগ রাখেন না। তারা নিজেদের রাজনীতি ও কেন্দ্রীয় কমিটি নিয়েই শুধু ব্যস্ত। সামনে আমাদের জকসু নির্বাচন এ নিয়েও কোনো চিন্তাভাবনা নেই তাদের।
তিনি আরও বলেন, আমি এবং আমার সদস্য সচিব কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে দেখি, কি করা যায়? অভূতপূর্ব পরিস্থিতিতে সকলের সাথে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        