শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’ কর্তৃক আয়োজিত ‘ক্লিন অন্ড গ্রিন মুভমেন্ট, সাস্ট’ কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী খাল ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন খালসহ বিভিন্ন এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধ্যাপক ড. মো. আবুল হাসনাত। পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের সদস্যরা খালে জমে থাকা আবর্জনা অপসারণ করেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান।
এ বিষয়ে ভয়েস ফর জাস্টিসের সভাপতি মমিনুর রশিদ শুভ বলেন, “নিজের চারপাশ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও। আমাদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ক্লিন অন্ড গ্রিন মুভমেন্ট কর্মসূচির অংশ হিসেবে আমরা পুরো ক্যাম্পাসজুড়ে ঝোপঝাড় ও খাল পরিষ্কার অভিযানের পরিকল্পনা নিয়েছি। সকল সাস্টিয়ান ভাইবোনদের আমরা এই উদ্যোগে স্বেচ্ছায় অংশগ্রহণের আহ্বান জানাই।”
অধ্যাপক ড. মো. আবুল হাসনাত বলেন, “ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দোকানগুলোতে ওয়ান-টাইম গ্লাস ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সবাইকে ডাস্টবিন ব্যবহারে সচেতন হতে হবে।”
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        