বিরল খনিজ রফতানিতে কড়া বিধিনিষেধ আরোপ করেছিল চীন। এবার সেই বিধি শিথিল করেছে বেইজিং। ফলে ভারতকে আবার দুর্লভ খনিজ দেয়া শুরু করেছে শি জিনপিংয়ের দেশ।
বিরল খনিজের দুনিয়ায় চীনের একচ্ছত্র আধিপত্য। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ চিন থেকে এই পণ্য কিনে থাকে। সম্প্রতি বেইজিং দেশে দেশে একটি নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে, তারা বিরল খনিজে রফতানি নিয়ন্ত্রণ নীতি কার্যকর করতে চলেছে। চীনের অভিযোগ, তাদের পণ্য বিভিন্ন দেশ সামরিক খাতে কাজে লাগাচ্ছে। বিশ্ব শান্তির কথা ভেবে তাই তারা বিরল খনিজের রফতানিতে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে তার পরেও আমেরিকা নিয়েই ভারতের ওপর শর্ত চাপিয়ে আবার বিরল খনিজ রফতানি শুরু করল চিন।
সাধারণত বৈদ্যুতিন যান, পুনর্নবীকরণযোগ্য শক্তির কাজে বিরল খনিজের চাহিদা তুঙ্গে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক ভারতের কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতের চারটি কোম্পানিকে বিরল খনিজ সরবরাহ করবে চিন। সেই চার সংস্থা হল হিটাচি, কন্টিনেন্টাল, জে-শিন এবং ডিই ডায়মন্ডস। তবে শর্ত হিসাবে বলা হয়েছে, চিন থেকে আমদানি করা বিরল খনিজ যুক্তরাষ্ট্রে রফতানি করা যাবে না। একই সঙ্গে সামরিক খাতেও ব্যবহার করা যাবে না।
বিরল খনিজ রফতানির অনুমতি দেওয়ার আগে ভারতীয় সংস্থাগুলির থেকে ‘এন্ড-ইউজার সার্টিফিকেট’ বা শেষ ব্যবহারকারীর সনদপত্র চেয়েছিল চীন। সেই পত্র খতিয়ে দেখার পরই রফতানিতে অনুমতি দেয় বেইজিং। প্রথমার্ধে চারটি সংস্থার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে চিনের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এখনও ৫০টির বেশি আবেদন জমা রয়েছে। যাদের ছাড়পত্র দেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        