ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় মেলিসা দুই দেশে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর এখন এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। এর প্রভাবে জ্যামাইকা ও হাইতিতে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে।
জ্যামাইকার তথ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, শুধু তাদের দেশেই মারা গেছেন ১৯ জন। আর হাইতিতে শিশুসহ প্রাণ হারিয়েছেন ৩০ জন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।
হাইতিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি নদীর বাঁধ উপচে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানি ঘটে। হাইতির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পরিষদের প্রধান লরেন্ট সেন্ট-সি একে দেশের জন্য অত্যন্ত দুঃখের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়ে মেলিসা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল সেন্ট এলিজাবেথ ও ব্ল্যাক রিভার এলাকায় সবচেয়ে বেশি তাণ্ডব চালায়। প্রবল বাতাসে হাজার হাজার ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, অনেক ভবন ভেঙে পড়েছে, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাতে ঘণ্টায় প্রায় ২৯৮ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বিশেষজ্ঞদের মতে, ১৮৫১ সালের পর জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা।
হাইতি ও জ্যামাইকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে, তবে অনেক জায়গায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। নদী এলাকায় ভূমিধস ও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। পরিপূর্ণ ক্ষতির হিসাব এখনও জানা যায়নি।
বর্তমানে মেলিসা উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামা ও বারমুডার দিকে ধেয়ে যাচ্ছে। পূর্ব কিউবায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি-প্রতিদিন/এমই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        