যেন সময়ের ব্যাপার মাত্র ছিল। রানের ধারাবাহিকতায় অনেকদিন ধরেই বোঝা যাচ্ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম এক হাজার রানের মালিক হচ্ছেন তানজিদ হাসান তামিম। আজ সেই রেকর্ডটি নিজের করে নিলেন বাঁহাতি এই ওপেনার।
মাত্র ৪২ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল তাওহিদ হৃদয়ের, যিনি ৪৫ ইনিংসে এই অর্জন করেছিলেন। আজকের ম্যাচে তানজিদের রেকর্ড গড়তে প্রয়োজন ছিল আরও ৩৩ রান, যা পূরণ করার পরই গড়ে ফেলেছেন এক অনন্য রেকর্ড।
এদিন শুধু রেকর্ডই নয়, ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক ফিফটি—যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম অর্ধশতক। ভাগ্যও ছিল তার পক্ষে; তিনবার জীবন পেয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকালেন ২৪ বছর বয়সী এই তরুণ ব্যাটার। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের আশায় রয়েছে বাংলাদেশ দল। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান—তানজিদ তামিম ৬৬ রানে অপরাজিত, সঙ্গী রিশাদ হোসেন ১ রানে ব্যাট করছেন।
তামিমের এই ইনিংস শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        