সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে। এবার টাইগারদের মুখ বাঁচানোর লড়াই। এই ম্যাচ হারলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেতে হবে বাংলাদেশকে।
ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সম্মান বাঁচানোর লড়াইয়ে তাই একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিবকে বসিয়ে একাদশে নিয়েছে পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলামকে।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজেও বদল এনেছে একাদশে। তারা তিন পরিবর্তন করেছে। অধিনায়ক শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জেইডন সিলসের বদলে আকিম অগুস্তে, আমির জঙ্গু ও গুদাকেশ মোতিকে নিয়েছে।
বাংলাদেশের একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, রোস্টন চেস (অধিনায়ক), আকিম অগুস্তে, আমির জঙ্গু, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও গুদাকেশ মোতি।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        