বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বই আমাদের পথপ্রদর্শক। আসন্ন জাতীয় নির্বাচনে আমরা জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দেব এবং তাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করব।
তৃপ্তি আরও বলেন, “জাতীয় নির্বাচন বানচালের একটি অপচেষ্টা চলছে। নির্বাচন পূর্বে গণভোটের দাবি আসলে ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার একটি সমন্বিত চক্রান্ত ছাড়া কিছু নয়।”
তিনি বলেন, “বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটে সম্মত নয়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধুমাত্র একটি গণভোট আয়োজনেই প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয় হবে—যা দেশের পক্ষে সম্ভব নয়। জনগণের অর্থ অপচয় না করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনই এখন সময়ের দাবি।”
শুক্রবার শার্শার গোড়পাড়া বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় শার্শা থানা বিএনপি, নিজামপুর ইউনিয়ন বিএনপি এবং আশপাশের ইউনিয়নসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি নিজামপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুস সালামকে দেখতে যান, যিনি সম্প্রতি এক্সিডেন্টের কারণে শয্যাশায়ী। সেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটান এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পথসভা শেষে তৃপ্তি নাসির উদ্দিনের বাসায় যান এবং তাঁর চিকিৎসার ব্যয়ভার গ্রহণের পাশাপাশি পরিবারকে সান্ত্বনা ও সমর্থনের আশ্বাস দেন। এরপর তিনি নিজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলালের বাসায় যান। অসুস্থ অবস্থায় আলালকে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পরে তিনি কেরালখালি ও বাসা-বাড়ি বাজারে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন, যেখানে বিপুল জনগণের উপস্থিতির মধ্যে দলের নির্বাচনী অঙ্গীকার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/আশিক