অন্তর্বর্তী সরকার ‘ঐকমত্যের’ নামে অনেক সিদ্ধান্ত জোর করে গেলাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, বর্তমান সরকার কাঠামোয় কোনো একটি নির্দিষ্ট দল প্রভাব বিস্তার করছে। দেশে ইউনূস সরকার থাকলেও কোনো একটি দল দেশ চালাচ্ছে, তাই অনেক সিদ্ধান্ত সেই দলের পছন্দের মতো করার চেষ্টা করছে সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার ‘ঐকমত্যের নামে’ অনেক সিদ্ধান্ত জোর করে গেলাতে চাচ্ছে।
গতকাল বিকালে রাজধানীর মিরপুরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে এখন গণতন্ত্র তো দূরের কথা, বৈষম্য চরমে পৌঁছেছে, আরও জেঁকে বসেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। প্রয়োজনে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে এনে তারিখ ঘোষণা করুন। প্রিন্স বলেন, ইউনূস সরকার ঐকমত্যের নামে যে সিদ্ধান্তগুলো নিতে চাইছে, তা অপ্রয়োজনীয়। সরকার গণভোট করার যে প্রক্রিয়া শুরু করেছে, সেটিও অপ্রয়োজনীয়।
সভায় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক, কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বামপন্থিদের সরকার গঠন করতে সব দেশিপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নেতৃত্বেই আগামী দিনের ক্ষমতার লড়াইকে অগ্রসর করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর উত্তরের সাবেক সভাপতি কমরেড ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন এবং ঢাকা মহানগর কমিটির সদস্য রিয়াজ উদ্দিন। সভা পরিচালনা করেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল।