অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করে দেশের নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)— যার মাধ্যমে অবৈধ বা ক্লোন আইএমইআই (IMEI) যুক্ত কোনো ফোন আর দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।
২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইস ও সিমের মাধ্যমে ঘটে। এর ফলে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। এনইআইআর চালুর মাধ্যমে শুধু এই ক্ষতি নয়, বরং মোবাইলভিত্তিক প্রতারণা, আর্থিক জালিয়াতি ও চুরিও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালু হলে চোরাই, নকল বা রিফারবিশড ফোন সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে দেশীয় ১৮টি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক দামে ফোন বাজারজাত করতে পারবে।
নতুন ফোন কেনার আগে যা করবেন:
১৬ ডিসেম্বরের পর যেকোনো বিক্রয়কেন্দ্র, অনলাইন বা ই-কমার্স সাইট থেকে ফোন কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করতে হবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: KYD<space>IMEI নম্বর
পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।
ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ নাকি অবৈধ। বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে।
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোনের নিবন্ধন:
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট ৩০ দিনের জন্য প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল থাকবে। এ সময়ের মধ্যে neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় নথির মধ্যে থাকবে পাসপোর্টের তথ্যপাতা, ইমিগ্রেশন সিল, ক্রয়রসিদ ও (প্রয়োজনে) কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র।
ব্যবহৃত ফোন যাচাইয়ের নিয়ম:
১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তবে নিজের ফোন নিবন্ধিত কি না জানতে *১৬১৬১# ডায়াল করে IMEI নম্বর দিন। ফিরতি বার্তায় ফোনের অবস্থা জানানো হবে।
ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে:
ডি-রেজিস্ট্রেশন করে ফোন হস্তান্তর করতে হবে। এটি করা যাবে—
neir.btrc.gov.bd
মোবাইল অপারেটরের অ্যাপ বা কাস্টমার কেয়ার
USSD কোড *16161#
ডি-রেজিস্ট্রেশনের সময় নিজের NID-এর শেষ ৪টি ডিজিট দিতে হবে।
চুরি বা হারানো ফোন ব্লক করবেন যেভাবে:
যেকোনো সময়ে neir.btrc.gov.bd, মোবাইল অ্যাপ বা কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে হারানো ফোন লক বা আনলক করা যাবে।
ইন্টারনেট ছাড়া সেবা নেওয়ার উপায়:
যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা *121# বা *16161# ডায়াল করে বা অপারেটরের কাস্টমার কেয়ার থেকে এনইআইআর সংক্রান্ত সেবা নিতে পারবেন।
হ্যান্ডসেট উৎপাদন ও আমদানির নিয়ম:
সব উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানকে মোবাইলের IMEI নম্বর বাজারজাতের আগে বিটিআরসিতে জমা দিতে হবে। অনুমোদনহীন বা নকল IMEI যুক্ত ফোন দেশের নেটওয়ার্কে কাজ করবে না।
বিক্রেতাদের করণীয়:
ফোন বিক্রির আগে IMEI যাচাই করা বাধ্যতামূলক। বিটিআরসির ডেটাবেসে না থাকা ফোন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর সিস্টেমের যেকোনো তথ্য বা সমস্যার ক্ষেত্রে হেল্পলাইন ১০০ অথবা অপারেটরের ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        